ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস অফিস রাজশাহী সদরের শ্রীরামপুর এলাকায় টেনিস কমপ্লেক্সের পার্শে অবস্থিত। এই অফিসটি আঞ্চলিক হিসাবরক্ষণ অফিস হতে বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক অফিসে উন্নীত হয়ে রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলা প্রশাসনিক কেন্দ্রবিন্দু হয়ে গোড়ে উঠে ২০০২ সালে। রংপুর বিভাগে পৃথক ভাবে ডিসিএ অফিস চালু হওয়ায় বর্তমানে এই অফিসটি রাজশাহী বিভাগের জেলা ও উপজেলা প্রশাসনিক কার্যক্রম ছাড়াও রাজশাহী শহরে অবস্থিত সরকারি প্রতিষ্ঠান সমুহের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণ ও পরিশোধ, পেনশন নির্ধারণ ও পরিশোধ এবং সরকারের সরকারি হিসাব এবং প্রজাতন্ত্রের সরকারি হিসাব সংরক্ষণ করে থাকে। এই অফিসটি একজন ডিসিএ , একজন ডিডিসিএ, ৫ জন এডিসিএ/এএন্ডএও, ৮ জন সুপার, ৫০ জন অডিটর ও ১২ জন জুনিয়র অডিটর দ্বারা সরকারি সেবা প্রদান করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস