Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বর্তমান ডিসিএ

 

    ডিসিএ হিসেবে জনাব মো: কামরুজ্জামান এর দায়িত্ব গ্রহণ

জনাব মো: কামরুজ্জামান ডিসিএ, রাজশাহী হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। বিগত ৩০ জুলাই, ২০২৩ খ্রি. তারিখে দায়িত্বভার গ্রহণ করেন। ডিসিএ হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি অর্থ  উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তা/পশ্চিম, বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী অতিরিক্ত অর্থ  উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তা (এডিশনাল এফএ এন্ড সিএও) হিসেবে দায়িত্ব পালন করতেন।

 

জনাব মো: কামরুজ্জামান এর জন্ম ১৯৭৫ সালের ২৮ অক্টোবর। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর পূর্বে  তিনি ১৯৮৯ সালে নটরডেম কলেজ, ঢাকা হতে উচ্চ মাধ্যমিক এবং ১৯৮৭ সালে নিজ এলাকার ইছিলপুর মাধ্যমিক বিদ্যালয়, গোসাইরহাট, শরিয়তপুর হতে মাধ্যমিক পাশ করেন।


বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) অডিট এন্ড একাউন্টস ক্যাডারের ২১ তম ব্যাচের একজন সদস্য হিসেবে জনাব দেবনাথ ২০০৩  সালে অডিট ডিপার্টমেন্টে যোগদান করেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি এসিস্ট্যান্ট ফিন্যান্সিয়াল এডভাইজার এন্ড চিফ একাউন্টস অফিসার, বাংলাদেশ রেলওয়ে; ডেপুটি ফিন্যান্সিয়াল এডভাইজার এন্ড চিফ একাউন্টস অফিসার, বাংলাদেশ রেলওয়ে; ডিরেক্টর, ডিফেন্স   অডিট ডিরেক্টরেট; ডিরেক্টর, সিভিল অডিট ডিরেক্টরেট; ডেপুটি ডিরেক্টর, ফরেন এইডেড প্রজেক্ট অডিট ডিরেক্টরেট; ডেপুটি ডিরেক্টর, লোকাল এন্ড রেভিনিউ অডিট ডিরেক্টরেট; ডেপুটি ডিরেক্টর, কমার্শিয়াল অডিট ডিরেক্টরেট; ডেপুটি ডিরেক্টর, পারফরমেন্স অডিট ডিরেক্টর এবং ডেপুটি ডিরেক্টর,বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।


মিশন অডিট কার্যক্রমসহ বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপে যোগদানের উদ্দেশ্যে জনাব দেবনাথ মালেশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন,গীস, ভারত, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড,ও উজবেকিস্তানসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

 

ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।